শিবগঞ্জ উপজেলা যুবসংহতির উদ্যোগে সম্মেলন উপলক্ষ্যে মহাস্থানে জাতীয় পার্টির প্রস্তুতি র্যালী
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: আগামী ২৫ শে ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন জাতীয় পার্টির সন্মেলন উপলক্ষে গতকাল বিকালে উপজেলা যুব সংহতির আহবায়ক হুসাইন শরীফ সঞ্চয়ের নেতৃত্বে মহ্স্থাান বন্দরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার জাতীয় পার্টির সদস্য আলহাজ্ব আজমল হোসেন, মোশারফ হোসেন, ই্উনিয়ন জাতীয় পার্টি সভাপতি লুৎফর রহমান, যুব সংহতির যুন্ম আহবায়ক সানাউল হক সানা, ফজলুর বারী, রায়নগর ইউনিয়নের যুব সংহতির সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারী আব্দুল খালেক, ফারুক হোসেন, আব্দুল হান্নান, আলাউদ্দিন, দুল্লা, আবু বক্কর সিদ্দিক, আলাল মিয়া, আশরাফ হোসেন, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম বাদল, মোজাফ্ফর হোসেন, বেলাল হোসেন, মোকামতলা জাতীয় পার্টির নেতা মাহবুর হোসেন, সাইফুল ইসলাম সহ রায়নগর ইউনিয়নের জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। র্যালী শেষে নেতৃবৃন্দ আগামী ২৫ ডিসেম্বর বিকাল ৩টায় মহাস্থান মাদ্রাসা মাঠে জাতীয় পার্টির রায়নগর ইউনিয়ন সম্মেলনে উপস্থিত হয়ে সম্মেলনকে সাফল্যমন্ডিত করার আহবান জানান।