শিবগঞ্জ এম.এইচ. মহাবিদ্যালয় জাতীয়করণের তালিকাভুক্ত হওয়ায় বিভিন্ন মহলে ফুলেল শুভেচ্ছা প্রদান

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ শিবগঞ্জ এম.এইচ. মহাবিদ্যালয় জাতীয়করণের তালিকাভুক্ত হওয়ায় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
গতকাল বিকেলে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে শিক্ষকবৃন্দ পর্যায়ক্রমে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানায়। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সিদ্দিকুল আলম মোহাম্মদ হান্নান, আমিনুল ইসলাম, ছারোয়ার জাহান, নজরুল ইসলাম, প্রভাষক ছানোয়ার হোসেন, জামিদুল ইসলাম, মোস্তাফিজার রহমান, আহসান হাবিব, ওয়াজেদ আলী প্রমূখ।