শিবগঞ্জ দহিলা সরঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন \ সভাপতি শাহাব উদ্দিন শিবলী

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:22 PM, 19 November 2016

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ শিবগঞ্জ উপজেলার ৪৭নং দহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয়ের সাবেক সভাপতি এম.এ মোত্তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক প্রভাতের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধিও উপজেলা যুব লীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক শাহাব উদ্দিন শিবলী সভাপতি নির্বাচিত হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি রোজিফা আফরিন, সদস্য সচিব প্রধান শিক্ষক মালেক উদ্দিন , সদস্য হেলাল উদ্দিন, খাতের আলী, লুতফুল নাহার, রাহেলা বিবি, শিক্ষক প্রতনিধি আলমগীর হোসেন, শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম, ৮নং পৌর ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ, জমি দাতা রফিকুল ইসলাম বাবলু।

আপনার মতামত লিখুন :