শিবগঞ্জে সাদুরিয়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে মুরগির র্ফামের শ্রমিক কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে আনারুল নামে এক যুবকের মর্মাতিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে উপজেলার আটমুল ইউনিয়নের সাদুরিয়া দক্ষিণপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে মোঃ কামরুল ইসলামের মুরগির র্ফামে পার্শবর্তী কালাই উদয়পুর ইউনিয়নের গারামতলা গ্রামের সোহরাব চৌকিদারের ছেলে আনারুল ইসলাম (১৭) দীর্ঘ ৩/৪বছর ধরে সাড়ে ৩হাজার টাকা বেতনে কাজ করছে। আনারুলের বাবা সাংবাদিককে জানান, সে ৩ ভাই ১বোনের মধ্যে সবার ছোট। সকালে সে ফোনে জানায় মহাস্থান বৈশাখী দেখতে যাবে কিন্তু কাজ থাকায় সে যেতে পারেনি। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।