শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ -আব্দুল মান্নান এমপি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:36 PM, 28 January 2017

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ। শিক্ষা, কৃষি, অর্থনীতি ,শিল্প সকল ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধন করেছে সরকার। এ সরকার আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তিনি বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রার স্বার্থে ২০১৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের ভোট দেয়ার আহŸান জানান।

শনিবার সকালে সোনাতলার বয়ড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা, নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান শিল্পী,সোনাতলা থানার অফিসার ইন চার্জ হাবিবুল ইসলাম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, পাকুল­া ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, বয়ড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন। পরে প্রধান অতিথি সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেন। সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহিদুল বারী খান রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান শিল্পী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম শাহীন, সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জ্বল। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় যোগদান করেন।

আপনার মতামত লিখুন :