শ্রমিকদের নায্য অধিকার আদায়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন শ্রমিকদের পাশে থাকবে — আব্দুস সাত্তার তারা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:14 PM, 10 April 2017

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুস সাত্তার তারা বলেছেন, বাংলাদেশে শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে। আর সেই রোজগার দিয়ে যখন তাদের সংসারই চলেনা, পক্ষান্তরে শ্রমিকের নায্য মজুরী না দিয়ে সেই মুহুর্তে বাংলাদেশে শ্রমিকদের অধিকার আদায়ের সংগঠন ট্রেড ইউনিয়ন গঠনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই শ্রমিক স্বার্থবিরোধী কালাকানুন বাতিল সহ অবাধ ট্রেড ইউনিয়ন করার নায্য অধিকার আদায়ের লক্ষে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। সেই সাথে শ্রমিকদের নায্য অধিকার আদায়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া সবসময় শ্রমিকদের পাশে থাকবে। তিনি গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলা রিক্সা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং-২৬৩৯ শিবগঞ্জ প্রধান কার্যালয় আয়োজিত মহান মে দিবস উদ্যাপন উপলক্ষে ও শ্রমিকদের নায্য অধিকার আদায়ের লক্ষ্যে এক জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, প্রধান কার্যালয়ের উপদেষ্টা সাংবাদিক সোহেল আক্তার মিঠু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা রিক্সা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়ন প্রধান কার্যালয়ের সাধারণ সম্পাদক মজিবর রহমান, প্রচার সম্পাদক আব্দুল মমিন, কোষাধ্যক্ষ শাহ জালাল, সহ-সড়ক সম্পাদক শাহিনুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, ইউনিয়ন শ্রমিক নেতা আব্দুল আলিম স্বর্ণকার, বাদশা মিয়া, মোজাফ্ফর হোসেন, আলমগীর হোসেন, ধলু মিয়া, বেলায়েত হোসেন, খলিলুর রহমান, সুলতান মাহমুদ, কেরামত আলী, মোফাজ্জল হোসেন, মেহেদুল হোসেন সহ প্রমূখ।

আপনার মতামত লিখুন :