সদরের গোকুল ইউনিয়ন আওয়ামীলীগের চাঁদমুহা বন্দরের আঞ্চলিক অফিসে দুর্বৃত্তদের আগুন
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সদরের গোকুল ইউনিয়ন আওয়ামীলীগর চাঁদমুহা বন্দরের আঞ্চলিক অফিসে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরণ, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন। জানা গেছে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা বন্দরে সোমবার দিনগত রাত অনুমান ২ ঘটিকায় আওয়ামীলীগের অঞ্চলিক অফিসে দুর্ব্ত্তৃরা আগুন দিলে অফিসের আসবাসপত্র পুড়ে যায় এবং তারা যাওয়ার সময় ২৪ ইঞ্চি একটি রঙ্গিন টিভি নিয়ে যায়। এতে প্রায় অফিসের ৩০ হাজার টাকা ক্ষতি হয় এবং একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় থাকে। সদর থানার এস,আই আবু সাঈদ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আলী রেজা তোতন এর সাথে কথা বললে তিনি জানান, আমি চাঁদমহা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী হওয়ায় বিএনপি জামাতের লোকেরা সহ্য করতে না পেরে এই ধরনে ঘটনা তারাাই ঘটাতে পারে বলে আমি মনে করি এবং ৩০/৪০ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।