সদরের শেখেরকোলায় সাবেক কৃষি কর্মকর্তা নওয়াব আলীর ইন্তিকাল

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:28 PM, 30 November 2015

আব্দুল বারী মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরে শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের সাবেক কৃষি কর্মকর্তা ও ইউপি সদস্য বিশিষ্ঠ সমাজ সেবক নওয়াব আলী সরদার বার্ধক্যজনিতকারণে গত রবিবার দিবাগত রাতে ইন্তিকাল করেছেন( ইন্নালি­াহী……………..রাজিউন) মৃত্যু কালে স্ত্রী, তিন পুত্র, এক কন্যা ও নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রাখে গেছেন। গতকাল সোমবার বাদ যোহর তার জানাযার নামাজ নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন ৭ নং শেখেরকোলা ইউপি চেযারম্যান রশিদুল ইসলাম মৃধা, সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ধলু, নজমল হক বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক উমর ফারুক খান, বিএনপি নেতা আব্দুস সাত্তার খান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম, সমাজ সেবক এমদাদুল হক এমদাদ, মাওলানা আব্দুল ওয়াহেদ, গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সহ র্ধমপ্রাণ মুসালি­বৃন্দ। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমিন।

আপনার মতামত লিখুন :