সদরের শেখেরকোলায় সাবেক কৃষি কর্মকর্তা নওয়াব আলীর ইন্তিকাল
আব্দুল বারী মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরে শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের সাবেক কৃষি কর্মকর্তা ও ইউপি সদস্য বিশিষ্ঠ সমাজ সেবক নওয়াব আলী সরদার বার্ধক্যজনিতকারণে গত রবিবার দিবাগত রাতে ইন্তিকাল করেছেন( ইন্নালিাহী……………..রাজিউন) মৃত্যু কালে স্ত্রী, তিন পুত্র, এক কন্যা ও নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রাখে গেছেন। গতকাল সোমবার বাদ যোহর তার জানাযার নামাজ নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন ৭ নং শেখেরকোলা ইউপি চেযারম্যান রশিদুল ইসলাম মৃধা, সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ধলু, নজমল হক বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক উমর ফারুক খান, বিএনপি নেতা আব্দুস সাত্তার খান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম, সমাজ সেবক এমদাদুল হক এমদাদ, মাওলানা আব্দুল ওয়াহেদ, গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সহ র্ধমপ্রাণ মুসালিবৃন্দ। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমিন।