সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে-মির্জা ফকরুল
সাহাব উদ্দীন (রাফেল) স্টাফ রিপোর্টারঃ আজ শনিবার খালেদা জিয়ার করা বরণের ২ বৎসর ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বি এন পির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করবে।
বিক্ষোভ অনুষ্ঠানে ভাষণে ফখরুল বলেন, “আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা নির্বাচনেও অংশ নিয়েছি। এখন আমরা খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি করবো বলে দাবি করেন ।
বিক্ষোভ সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ সহ দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারী, ২০১৮ এ বিএনপি প্রধান কারাগারে অবতীর্ণ হয়েছেন। পরে ৩০ অক্টোবর হাইকোর্ট তার আপিল খারিজ করে দশ বছরের সাজা বাড়িয়েছিলেন।
কারাগারে অসুস্থ হয়ে পড়ার পরে গত বছরের ১ এপ্রিল খালেদা বিএসএমএমইউতে ভর্তি হন