সরকার শিক্ষার মান উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ গ্রহন করেছে – আব্দুল মান্নান এমপি
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ গ্রহন করেছে। যার ফলে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। মাদ্রাসা শিক্ষায় আধুনিকতার ছোয়া লেগেছে। প্রাথমিক শিক্ষার ধাপকে অষ্টম শ্রেণীতে উন্নীত করা হয়েছে। রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি করা হয়েছে। শুক্রবার সকালে সোনাতলার ভেলুরপাড়ায় ড. এনামুল হক ডিগ্রী কলেজের নবনির্মিত দ্বিতল আব্দুল মান্নান ভবনের ফলক উন্মোচন শেষে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কলেজের দাতা সদস্য সাহাদারা মান্নান শিল্পীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সাধারন সম্পাদক ও সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন নবাব, জোড়গাছা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, পাকুলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক জুলফিকার রহমান শান্ত।
স্বাগত বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। অপর দিকে শুক্রবার বিকেলে সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় খাঁনপাড়ায় অটোভ্যান শ্রমিক কল্যান সমিতির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক নেতা নুরুল ইসলাম সোনাকাজীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পতœী সাহাদারা মান্নান শিল্পী, সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহিদুল বারী খান রব্বানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম,প্রচার সম্পাদক রবিউল খান , রবিউল আউয়াল বিপ্লব , আওয়ামী লীগ নেতা ছানাউল ইসলাম রিজু, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আজম খান, শ্রমিক নেতা হালিম কাজী প্রমূখ।