সাংবাদিক পিতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত পুলিশ কর্মকর্তা আফজাল হোসেনের আজ ৩৬ তম মৃত্য বার্ষিকী
মহাস্থান(বগুড়া) প্রতিনিধি: আজ রবিবার বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত পুলিশ র্কমকর্তা আফজাল হোসেনের ৩৬ তম শাহাদৎ বার্ষিকী। তিনি বগুড়ার মহাস্থান প্রেসক্লাব এর সহ-সভাপতি সাংবাদিক শমশের নূর খোকন এর পিতা। মৃত আফজাল হোসেনের গ্রামের বাড়ী বগুড়া জেলার সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নের তাজুরপাড়া বড় বাড়ীতে। মরহুমের মৃত্যু দিবস উপলক্ষে তার গ্রামের বাড়ীতে গত শুক্রবার কুরআন খানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল এবং আজ রবিবার সাংবাদিক খোকনের কর্মস্থল বগুড়া সদরের গোকুলে র্দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উলেখ্যে যে, আফজাল হোসেন বৃটিশ শাসলামলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের জমিদার শহীতুলা মিয়ার পরিবার থেকে সাহসিকতার পরিচয় দিতে ভারতের কোলকাতায় গিয়ে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। এরপর ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যে দিয়ে বিভক্ত হওয়ার পর আফজাল হোসেন মাতৃভূমি র্পূবপাকিস্তানে ফিরে এসে পুলিশে যোগদান করেন। পুলিশে নিয়োজিত থাকা অবস্থায় ১৯৭১ সালে মরণপণ মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীনের পর চাকরী থেকে রিটার এসে ১৯৭৯ সালের ৬ ই ডিসেম্বর এই দিনের ফজরে শ্রদ্ধেয় এই ব্যক্তি শাহাদৎ বরণ করেন।