সাংবাদিক মামুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোনাতলায় সাংবাদিকদের মানববন্ধন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ দৈনিক আমাদের সময় পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি সাংবদিক মামুনুর রশিদ মামুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার দুপুরে সোনাতলা উপজেলা পরিষদ রোডে সোনালী ব্যাংকের সামনে উপজেলার সকল সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, লতিফুল ইসলাম,বদিউদ-জ্জামান মুকুল, ইকবাল কবির লেমন, নিপুন আনোয়ার কাজল ও জাহিনুর ইসলাম। সাংবাদিক নেতৃবৃন্দ আগামী ৭২ ঘন্টার মধ্যে সাংবাদিক মামুনের উপর হামলাকারী ও পত্রিকা বিক্রেতা আব্দুর রাজ্জাকের উপর হামলাকারীকে গ্রেফতার ও দ্রষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।