সাংবাদিক শিমুলসহ হত্যাকান্ডের শিকার সকল সাংবাদিকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোনাতলায় সাংবাদিক ও পেশাজীবীদের মানববন্ধন
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর মেয়রের গুলিতে নিহত দৈনিক সমকালের প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুলসহ বিভিন্ন সময় হত্যাকান্ডের শিকার সাংবাদিকদের হত্যাকারীদের দ্রুত বিচার আইনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মঙ্গলবার সকালে সোনাতলায় স্থানীয় সাংবাদিক ও পেশাজীবীদের উদ্যোগে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলা পরিষদ রোডে ( সোনালী ব্যাংকের সামনে) অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক আনারুল ইসলাম লিটন, নিপুন আনোয়ার কাজল, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম মন্ডল শেফা, সাংবাদিক হাবিবুর রহমান, ও প্রভাষক ইকবাল কবির লেমন। এ সময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক তফিজার রহমান, সাংবাদিক আবু হেলাল, জাহিনুর ইসলাম, শহিদুল ইসলাম শাহীন, শামীম আকতার রতন, শামীম হোসেন সুজন, রিমন আহম্মেদ বিকাশ, সোহেল আহম্মেদ, আমিরুল ইসলাম, ফয়সাল, আব্দুর রাজ্জাক, শ্রমিক নেতা মানিক তালুকদার,মিজানুর রহমান, সাংস্কৃতিক কর্মী রমজান আলী ও শিমন আহম্মেদ বাদল।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় অভিযুক্ত পৌর মেয়র হালিমুল হক মিরুসহ জড়িতদের এবং বিভিন্ন সময় হত্যাকান্ডের শিকার সাংবাদিকদের হত্যাকারীদের দ্রুততম সময়ে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।