সাতক্ষীরার কলারোয়ায় পিয়াজ ব্যবসায়ীকে জরিমানা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:07 PM, 04 October 2019

সাজমিন সাথীঃ সাতক্ষীরার কলারোয়ায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ৩হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বেলা ১১টার দিকে কলারোয়া বাজারে ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়- পিয়াজ বর্তমান বাজার মুল্য ছাড়া অতিরিক্ত দামে বিক্রয় করার অপরাধে রবিউল ইসলাম পিতা আব্দুল আজিজ কে ৫০০ (পাঁচশত টাকা)ইব্রাহিম হোসেন পিতা দাউদ আলী মন্ডলকে ৫০০ (পাঁচশত টাকা) পরিতোষ মন্ডল পিতা কালীপদ দাস কে  ১হাজার টাকা,ও আব্দুস সালাম পিতা আকরাম হোসেনকে ১হাজার টাকা  ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৩৮ ও ৪০ নং ধারায় পন্য বাজার মূল্যের অধিক দামে বিক্রয় করার অপরাধে এই জরিমানা করা হয়েছে। এসময় সকল ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের বেঞ্চসহকারী মাহাবুবর রহমান, থানার এসআই রইচউদ্দিন প্রমুখ।

আপনার মতামত লিখুন :