সাতশিমুলিয়ায় জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

গাবতলী(বগুড়া)থেকে আতাউর রহমান ঃ গত সোমবার রাতে বগুড়া সদরের উত্তর সাতশিমুলিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০নং লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপুর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বে-সরকারী সেচ্ছাসেবী সংস্থা টিএসকেএস এর নির্বাহী পরিচালক ও মোহাম্মাদ আলী হাসপাতালের দাতা সদস্য এম এ রশিদ। সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের অবঃ শিক্ষক তোফাজ্জল হোসেনের পরিচালনায় মাহফিলে প্রধান পৃষ্ঠপোশক বিশিষ্ঠ পোল্টি ফিড ব্যাবসায়ী জালাল উদ্দিন, বিশেষ অতিথি লাহিড়ীপাড়া ইউপি সদস্য তাজুল ইসলাম,রুবেল সাকিদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পীরগাছা ইউনিটেরে সভাপতি আতাউর রহমান, ব্যবসায়ী রনজু আহম্মেদ,শহিদুল ইসলাম,লাহিড়ীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন সরকার উপস্থিত ছিলেন। মাহফিলে তাফসির পেশ করেন প্রধান বক্তা মাওলানা ফরিদুল ইসলাম ফারুকী সিরাজগঞ্জ,২য় বক্তা মাওলানা আবু হাসান, নওগা ও ৩য় বক্তা মাওলানা আব্দুল কাফী খতিব অত্র মসজিদ। শেষে দেশ ও মুসলিম উম্মার কামনা করে মোনাজাত করা হয়