সাথে সাথে কুরবানীর বর্জ পরিষ্কার করা হবে —মেয়র নান্নু

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:33 PM, 12 September 2016

সংবাদ আজকালঃ সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু সোনাতলা পৌরবাসীকে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে শুভেচ্ছা দিয়ে বলেছেন সোনাতলা পৌরসভারবাসীর কুরবানীর জন্য ৪৯ টি নির্ধারিত স্থান করা হয়েছে। অাপনারা সবাই নির্ধারিত স্থানে কুরবানী করবেন। ইনশআল্লা সবাই মিলে পরিষ্কার পরিছন্নতা পৌরসভা গড়বো। তিনি আরো বলেন কুরবানীর বর্জ সাথে সাথে পরিষ্কার করা হবে।
গতকাল তিনি কুরবানীর বর্জ অপসারণ আলোচনা সভায় সকল ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে আলাপকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আপনার মতামত লিখুন :