সারিয়াকান্দিতে অগ্নিকান্ডে গোয়ালঘরসহ ৫টি গরু পুড়ে ছাই ঃ পথে বসার উপক্রম ক্ষতিগ্রস্থ পরিবার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:00 PM, 19 March 2019

আব্দুল মান্নান সারিয়াকান্দি (বগুড়া) থেকেঃ বগুড়ার সারিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকান্ডে এক পরিবারের ১০ লক্ষাধিক টাকা মুল্যে ৫টি গরু সহ গোয়াল ঘর ভস্মিভূত হয়েছে।
সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ইউপির অন্তারপাড়া গ্রামের মৃত্য ছাফাতুল্লার পুত্র লিটন এর গোয়াল ঘরে রহস্যজনক ভাবে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। ঘটনার সাথে সাথেই ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা পৌঁছার আগেই গোয়াল ঘর সহ দুইটি উন্নত জাতের দুগ্ধজাত গাভি দুইটি বাছুর ও একটি দামরা গরু আগুনে পুড়ে মারা যায়। প্রত্যক্ষদর্শিরা জানায় আমরা দেখতে পাই গোয়াল ঘরে আগুন ধরার আগেই গাভি গুলির শরীর থেকে দাউদাউ করে আগুন জ¦লছিল। আগুনের প্রচন্ড তাপে গরু গুলি উদ্ধার করা সম্ভব হয়নি। এতে করে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে লিটনের। লিটন জানায় গাভির দুধ বিক্রি করে সংসার চালাত। তার গাভি গুলি আগুনে পুড়ে মারা যাওয়ায় উপার্জনের পথ বন্ধ হয়েছে। সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। এতে করে ওই পরিবারটি পথে বসার উপক্রম হয়েছে। স্থানীয়রা অসহায় ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্শন করেছে।

আপনার মতামত লিখুন :