সারিয়াকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরন।
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার সারিয়াকান্দি কালিতলা গ্রয়েন বাধে চলমান বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা ছারোয়ার আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রান বিতরণ করেন বগুড়া-০১ আসনের সংসদ সদস্য কৃষিবীদ আব্দুল মান্নান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সাহাদারা মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, সারিয়াকান্দি থান অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিনুর বেগম পৌর আওয়ামীলীগের সভাপতি কোরবান আলী, হাটশেরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সনওয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক আলওয়াকি শিলু, এসময় হাটশেরপুর , চালুয়াবাড়ী, মানিকদাইড়, সদর ইউনিয়নসহ ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকার ১২শত পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়।