সারিয়াকান্দিতে ৭হাজার ৫’শ জন ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ও ভুট্টা ফসলের বীজ এবং সার বিতরণ

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  01:53 PM, 22 November 2019

জাহিদুল ইসলাম জাহিদ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: ২০১৯-২০ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ও ভুট্টা ফসলের বীজ এবং সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা চত্ত¡রে সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারিয়াকান্দির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন, যে সকল উপকারভোগী বীজ, সার গ্রহণ করে যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য আহŸান জানান। কেউ বিক্রয় করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান এর ঢাকায় বিশেষ কাজ থাকায় উপস্থিত থাকতে না পারায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী বনানী বগুড়ার উপ-পরিচালক আবুল কালাম আজাদ তিনি বলেন, বাংলাদেশ একদিন খাদ্যে ঘাটতি দেশ ছিল। অনেকে আমাদের দেশকে তলাহীন ভিক্ষার ঝুলি হিসেবে আখ্যায়িত করত। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন এই গøানি থেকে দেশকে মুক্ত করতে হলে কৃষকদের উন্নয়ন অপরিহার্য। তখন থেকেই তিনি কৃষকদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে কৃষক ও কৃষির উন্নয়ন সাধন করেছেন।

বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধান মন্ত্রী ওই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাচ্ছেন। আজ বাংলাদেশ খাদ্যে ঘাটতি মিটিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন। বর্তমানে বাংলাদেশের ৪৮ লক্ষ মে.টন খাদ্য উদ্বৃত্ত আছে। আমাদের খাদ্যের কোন অভাব নেই। সারের জন্য কৃষককে প্রাণ দিতে হয়েছে। সেই পরিস্থিতি দেশে আজ নেই। সার আপনাদের দোর-গোড়ায় পৌছে গেছে। আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক দুলু, সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল, কৃষি বিষয়ক সম্পাদক ছাইফুল ইসলাম দুখু, চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, ফুলবাড়ী ইউনিয়নের দহপাড়া গ্রামের কৃষক আশরাফুল ইসলাম মানিক।

সারিয়াকান্দি উপজেলায় পর্যায়ক্রমে এই অর্থবছরে ৭ হাজার ৫শ জন কৃষক/কৃষাণীর মাঝে বিনামূল্যে সরিষা, ভ্ট্টুা, আলু, পেয়াজ, মুগ সহ বিভিন্ন প্রকার বীজ বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষক/কৃষানী।

আপনার মতামত লিখুন :