সারিয়াকান্দি উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে অনুদানের চেক বিতরন
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজ কল্যান পরিষদ কর্তৃক বেসরকারী সেচ্ছাসেবী সংস্থাকে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের হলরুমে সকাল ১০টায় সমাজ সেবা অফিসার নাঈম হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া উপস্থিত থেকে চেক গুলি বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, পরিবার পরিকল্পনা অফিসার, পল্লী উন্নয়ন অফিসার এবং বেসরকারী সেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি গণ।