সুন্দর সমাজ গঠনে ও মাদক মুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক র্চ্চা করা দরকার ………..এমপি জিন্নাহ্

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:14 PM, 31 January 2016

মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গড় মহাস্থান বানারশি খেলোয়াড় কল্যাণ পরিষদের উদ্যোগে শনিবার রাতে স্থানীয় এম.পি কে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

০৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নানের সভাপতিত্বে ও আব্দুল আলিমের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম জিন্নাহ বলেন, সুন্দর সমাজ গঠনে ও মাদক মুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক র্চ্চা করা দরকার। খেলাধুলা করলে শরীর ও মন ভাল থাকে তাই যুব সমাজকে সঠিক ভাবে গড়ে উঠে দেশ ও জাতীর কল্যাণে কাজ করার আহবান জানান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, ইউ.পি সদস্য আলমগীর হোসেন লালু, বিশিষ্ট ব্যবসায়ী এস.এম সবুর শেখ, জাপা নেতা মোশারফ হোসেন, বেলাল উদ্দিন, আলা উদ্দিন, আলিম উদ্দিন, ধলু আকন্দ, মোজাফ্ফর হোসেন, আলাল উদ্দিন, আলা উদ্দিন, শহিদুল ইসলাম রঞ্জু, মিলু, জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম, ফরিদ উদ্দিন ফটিক, মোশারফ হোসেন মশা, মতিউর রহমান মতিন, সহ সভাপতি গোলাম রব্বানী, সাধা: সম্পাদক সাইফুল ইসলাম, সহ: সাধা: সম্পাদক আবু সালাম, সাংগঠনিক সম্পাদক রাসেল রানা পিন্টু, আবু বক্কর সিদ্দিক রাখু, লিটন, আলআমিন, আমিনুর, হাবিব, আপেল, মাহবুর, রব্বানী, নয়ন, সালামসহ অত্র সংগঠনের সদস্যবৃন্দ। খেলা পরিচালনা করেন খেলোয়ার কল্যাণ পরিষদের সভাপতি আবু তাহের।

আপনার মতামত লিখুন :