সোনাতলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত
সংবাদ আজকাল ঃ শনিবার সকালে সোনাতলা উপজেলা মিলেনিয়াম হলে সোনাতলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আব্দুল জলীল মিঞা, উপজেলা কৃষি অফিসার সালাহ্উদ্দীন সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব ও শিক্ষা অফিসার নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সোনাতলার ইতিহাস গ্রন্থের লেখক সাংবাদিক প্রভাষক ইকবাল কবির লেমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু, সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন সোনাতলা থিয়েটারের সভাপতি সাংবাদিক নিপুন আনোয়ার কাজল। পরে অতিথিবৃন্দ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।