সোনাতলার কালীমন্দির এর ক্ষতিগ্রস্থ প্রতিমা পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান জাকির
সংবাদ আজকালঃ সোনাতলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর গ্রামের কাচারী দিঘীতে কালীমন্দির এর ভাংচুর প্রতিমা পরিদর্শন করেন সোনাতলা উপজেলা চেয়ারম্যান ,সোনাতলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এ,কে,এম আহসানুল তৈয়ার জাকির,ও উপজেলা ভাইস চেয়ারম্যান এনামূল হক মন্ডল । উল্লেখ্য শিহিপুর গ্রামে জমিদার যোগেন্দ্রনাথ মৈত্রীর পরিত্যক্ত কালী পুজা মন্দির দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর গত শনিবার থেকে কালী পুজা শুরু হয়। সোমবার ভোররাত পর্যন্ত পুজা অর্চনা চলে ওই স্থানে। সোমবার পুজা শেষে ভোর ৩টার দিকে পুজারীরাসহ ভক্তরা বাড়ীতে গেলে কে বা কারা কালী পুজাটি ভেঙ্গে ফেলে