সোনাতলার তেকানী চুকাইনগরে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:57 PM, 16 April 2016

 

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার বিকেলে সোনাতলার তেকানী চুকাইনগর পিএম দাখিল মাদ্রাসা মাঠে মরহুম শাহার আলী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় তেকানী চুকাইনগর ক্রীড়া চক্র ২-০ গোলে গাবতলী খেলোয়ার কল্যান সমিতি কে পরাজিত করে। খেলা শেষে অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক আলহাজ্ব জহুরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর ইউপির চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, গিয়াস উদ্দিন বেপারী, মিজানুর রহমান, প্রধান পৃষ্টপোষক প্রভাষক জাকিরুল ইসলাম। খেলায় তেকানী চুকাইনগর ক্রীড়া চক্রের নাফি ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি লাভ করেন। টুর্ণামেন্টের সেরা খেলোয়ার মনোনিত হন গাবতলী খেলোয়ার কল্যান সমিতির লজিক। প্রধান অতিথি বিজয়ী দলকে ২১ ইঞ্চি কালার টেলিভিশন এবং বিজিত দলকে ১৪ ইঞ্চি দলকে কালার টেলিভিশন প্রদান করেন।

আপনার মতামত লিখুন :