সোনাতলার থানার নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:32 PM, 30 November 2015

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার বিকেলে সোনাতলার থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোতালেবের সঙ্গে মতবিনিময় করেন সোনাতলার সাংবাদিকবৃন্দ। থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন, সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, নিপুন আনোয়ার কাজল, লতিফুল ইসলাম,বেলাল হোসেন সাগর,প্রভাষক ইকবাল কবির লেমন, আবু হেলাল, জাহিনুর ইসলাম,শহিদুল ইসলাম শাহীন, মামুনুর রশিদ,শামীম হোসেন সুজন ও আব্দুল করিম জামাল। মতবিনিময় সভায় অফিসার ইনর্চ্জা মোতালেব বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। আইন-শৃঙ্খলা রক্ষার্থে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সাংবাদিকরাও তাঁকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনার মতামত লিখুন :