সোনাতলার নওদাপাড়ায় পূর্ব শত্রæতার জের ধরে জোরপূর্বক রোপনকৃত ধানের চারা উৎপাটন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:56 PM, 07 February 2016

সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের বারপাইকা গ্রামের নওদাপাড়ায় অন্যের জমি নিজের দাবী করে জোরপূর্বক রোপন করা ধানের চারা উৎপাটনের ঘটনা ঘটেেেছ। জানা যায়, বারপাইকা গ্রামের নওদাপাড়ার মৃত আজিজুল হক তালুকদারের পুত্র তয়েজের নিকট থেকে কয়েক বছর আগে দেড় বিঘা জমি ক্রয় করে ওই গ্রামের শাহ আলমের স্ত্রী নূর বানু। কবলামূলে জমি ক্রয় করার পর বেশ কিছুদিন নির্বিঘেœ চাষাবাদ করে নূর বানুর লোকজন। জমির মালিক নূর বানু জানায়, কিছুদিন যাবৎ তয়েজের চাচাতো ভাই জাহাঙ্গীর ও আলমগীর কবলাকৃত জমিতে তাদের অংশ রয়েছে বলে দাবী করে। এ বিষয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিশ-দরবার হয়েছে। কিন্তু তারা শালিশ-দরবারে দেয়া মতামতকে অগ্রাহ্য করে জমির দখল নিতে নানাভাবে চেষ্টা চালায়। সর্বশেষে গত শনিবার তাদের নির্দেশে এলাকার লতি ও হান্নানসহ তাদের অনুগতএকটি বিশেষ বাহিনী ওই জমিতে নূর বানু কর্তৃক রোপন করা ধানের চারা উৎপাটন করে জমি দখল নেয়ার চেষ্টা করে ও নূর বানুর লোকজনদের জানে মেরে ফেলার হুমকী প্রদান করে। এ ব্যাপারে জাহাঙ্গীর ও আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত একটি মামলার প্রস্তুতি চলছিল।

আপনার মতামত লিখুন :