সোনাতলার বালুয়াহাটে বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:54 PM, 27 April 2016

 

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার সকালে সোনাতলার বালুয়াহাট বিএস কোয়ার্টার সংলগ্ন মাঠে বালুয় ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তেকানী চুকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক মাস্টার, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক ও পাকুল­া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, আওয়ামী লীগ নেতা ও জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী প্রভাষক রুহুল আমিন। এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা প্রভাষক রুহুল আমিন হিরু,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক শাহনেওয়াজ তালুকদার বাবুসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য বালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী প্রভাষক রুহুল আমিনকে নির্বাচিত করতে দলীয় নেতা-কর্মীদের ব্যাপকভাবে প্রচার প্রচারনায় অংশগ্রহনের এবং সকল বিভেদ ভুলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহŸান জানান।

আপনার মতামত লিখুন :