সোনাতলার বালুয়া ইউপি নির্বাচন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র জমাদান

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ আগামী ৪জুন সোনাতলার বালুয়া ইউপি নির্বাচন উপলক্ষে সোমবার উপজেলা নির্বাচন অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক রুহুল আমিন ও বিএনপি মনোনীত প্রার্থী বালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সিজু। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রভাষক রুহুল আমিন রঞ্জুর মনোনয়ন পত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, আওয়ামীলীগ নেতা শাহিদুল বারী খান রব্বানী, জাকির হোসেন, রবিউল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রতন প্রমূখ। বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান সিজুর মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামাল হোসেন। এছাড়াও ৩নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোশারফ হোসেন ও আব্দুল হামিদ মনোনয়ন পত্র জমা দেন।