সোনাতলার মধুপুর ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন
সংবাদ আজকাল ঃ শুক্রবার সকালে সোনাতলার মধুপুর ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে মধুপুর ইউনিয়ন পরিষদ চত্ত¡রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান। মধুপুর ইউপি’র চেয়ারম্যান নজরুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারি প্রকৌশলী মাসরুবা আলম, সমবায় অফিসার হাওয়া বেগম, ইউপি সদস্য রেজাউল করিম।