সোনাতলার সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে সঙ্গীত শিল্পী প্রিন্সের স্ত্রী লায়লা আরজু হিরার মনোনয়নপত্র উত্তোলন
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলা সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন প্রবীন শিক্ষক আতোয়ার হোসেন মাস্টারের পুত্রবধু ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাহমুদুল হাসান প্রিন্সের স্ত্রী লায়লা আরজু হিরা। তিনি সদর ইউনিয়নের ৭,৮ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী। এ সময় উপস্থিত ছিলেন আতোয়ার হোসেন মাস্টার, সঙ্গীত শিল্পী মাহমুদুল হাসান প্রিন্সসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।