সোনাতলার হলিদাবগায় আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ শনিবার দুপুরে সোনাতলার হলিদাবগায় স্থানীয় ব্যক্তিবর্গের আওয়ামী লীগে যোগদান উপলক্ষে এক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রবীন আওয়ামী লীগ নেতা বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো,সাধারন সম্পাদক মাহবুবুল আলম বুলু। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা প্রভাষক তরিকুল আলম স্বপন, ইউনিয়ন আওয়ামী লীর্গে সাধারন সম্পাদক শাহাদৎজামান রুবেল ও যোগদানকারী গোলাম মোস্তফা মুকুল বাউল । অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে গোলাম মোস্তফা মুকুল বাউল, ইউপি সদস্য দোলেনা বেগমসহ বেশ কয়েকজন নারী-পুরুষ আওয়ামী লীগে যোগদান করেন।