সোনাতলার হুয়াকুয়ায় জমিজমা সংক্রান্ত বিবাদে ৩ জন গুরুতর আহত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:09 PM, 01 July 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলার পাকুল­া ইউনিয়নের হুয়াকুয়ায় জমিজমা সংক্রান্ত বিবাদে ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন হুয়াকুয়া গ্রামের মৃত. আবুল হোসেনের ছেলে আশরাফ আলী, আশরাফ আলীর স্ত্রী লিজি বেগম ও আশরাফ আলীর ভাইয়ের স্ত্রী কোহিনুর বেগম। আহতরা সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে সোনাতলা থানায় এজাহার দায়ের করেছে হুয়াকুয়া গ্রামের আশরাফ আলীর স্ত্রী লিজি বেগম। এজাহার সূত্রে জানা গেছে,বাড়ীর সীমানা নিয়ে পূর্ব শত্র“তার জের ধরে গত ২৮ জুন তারিখে বেলা আড়াইটার দিকে হুয়াকুয়া গ্রামের আরিফ উদ্দীন মন্ডলের পুত্র ছাইফুলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে আশরাফ আলীর বাড়ীতে হামলা করে। ছাইফুল তার হাতে থাকা ছোরা দ্বারা আশরাফ আলীর মাথায় আঘাত করে। এক সময় তারা আশরাফের নাকে গুরুতর আঘাতসহ বেদম প্রহার করে। আশরাফকে বাঁচাতে তার ভাইয়ের স্ত্রী কোহিনুর এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাকেও বেদম মারপিট করে। অভিযোগ রয়েছে এসময় তারা আশরাফের স্ত্রীর শ্লীলতাহানী ঘটিয়ে তাঁর গলায় রক্ষিত সোনার চেইন ছিনিয়ে নেয় এবং আশরাফের বাড়ীঘরের ব্যাপক ক্ষতিসাধন করে। আশরাফকে উন্নত চিকিৎসার্থে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অভিযোগ ব্যাপারে সোনাতলা থানার এসআই রেজাউল জানিয়েছেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ থানায় জমা পড়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :