সোনাতলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ পালিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:11 PM, 02 December 2015

সংবাদ আজকালঃ সোনাতলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে প্লান বাংলাদেশ ও ওয়াইএমসিএ’র উদ্যোগে প্রটেক্টিং হিউম্যান রাইটস্ প্রোগ্রামের অধীন র‌্যালী, জেন্ডার গেম, মানববন্ধন, আলোচনাসভা,পুরস্কার বিতরন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,মহিলা ভাইস চেয়ারম্যান রন্জনা খাঁন ,থানা অফিসার ইনচার্জ মোঃ মোতালেব, ড. এনামুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক,উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী রুম্পা, কোহেলী চক্রবর্তী , প্লান বাংলাদেশ বগুড়া অফিসের পিও সাদেকা বেগম, ডিপিই মাহাবুবুর রহমান, ওয়াইএমসিএ’র পিও সাজেদুর রহমান বকুল, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির লিগ্যাল কাউন্সিলর এ্যাড. রুয়েনা আকতার শাপলা, ওয়াইএমসিএ’র ডিপিও ইকবাল হোসেন প্রমূখ।

আপনার মতামত লিখুন :