সোনাতলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের ৫০ বছর প্রতি উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক র্যালী বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো উপজেলা চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাছিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কেএম আহসানুল তৈয়ব জাকির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান রন্জনা খান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমূখ। পরে উপজেলা মিলিনিয়াম হল রুমে মাসিক সম্মনয় মিটিং অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান জাকির আসন্ন ঈদুল আযাহা উপলক্ষে সোনাতলার আইন শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন সোনাতলা পৌরভার মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম নান্নু, উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাছিন,সোনাতলা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানসহ ৭টি ইউনিয়নের চেয়াম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।