সোনাতলায় আব্দুল মান্নান ফুটবল ফাইনাল খেলা সফল করার লক্ষ্যে উপজেলা ক্রীড়া সংস্থার সভা
সংবাদ আজকালঃ আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আব্দুল মান্নান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সফল করার লক্ষ্যে রবিবার বিকেলে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রেজাউল হক রাজু,নবাগত অফিসার ইনচার্জ আব্দুল মোত্তালেব,বিদায়ী অফিসার ইনচার্জ সেলিম হোসেন, বালুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন আঞ্জু,প্যানেল মেয়র তাজুল ইসলাম মন্ডল, কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু,মশিউর রহমান রানা, আবু নাসের ওয়াহেদ নবেল, সাংবাদিক নিপুন আনোয়ার কাজল, শাহনেওয়াজ তালুকদার বাবু,মামুনুর রশিদ সোহেল প্রমূখ। সভায় আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আব্দুল মান্নান গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলাকে সুন্দর ও সাফল্যমন্ডিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।