সোনাতলায় আব্দুল মান্নান গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা বাকী ১৯ ঘন্টা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:01 PM, 03 December 2015

সোনাতলা বগুড়া প্রতিনিধিঃ আজ ৪ ডিসেম্বর (শুক্রবার) বেলা আড়াইটা থেকে বগুড়ার সোনাতলা ষ্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আব্দুল মান্নান গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করবে সোনাতলা পৌরসভা একাদশ বনাম বালুয়া ইউনিয়ন একাদশ। উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রধান অতিথি এবং বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার আসাদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান জানান, খেলাটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উক্ত খেলায় দেশ-বিদেশের খেলোয়াড়রা অংশ গ্রহন করবে।

আপনার মতামত লিখুন :