সোনাতলায় আলোর প্রদীপ বৃত্তি প্রকল্পের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ বৃহস্পতিবার সোনাতলায় সামাজিক সংগঠন আলোর প্রদীপের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আমলিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সোনাতলা উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২য় থেকে ৫ম শ্রেণীর ১৭২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, উপজেলা রিসোর্স অফিসার রাশেদুজ্জামান,সিনিয়র শিক্ষক একরামুল হক সাজু, সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান রাশেদা আকতার রুবি, শুম্ভুনাথ সাহা,মোন্তেজার রহমান, প্রভাষক আব্দুল ওহাব, সাংবাদিক প্রভাষক ইকবাল কবির লেমন, শিক্ষক মোখলেছার রহমান। এ সময় উপস্থিত ছিলেন আলোর প্রদীপের চেয়ারম্যান মেহেরুল ইসলাম, আলোর প্রদীপের সদস্য মেহেদী হাসান, মোকছেদুল, বোরহান উদ্দীন,মেহেদী হাসান, সৈকত ও শাহীন।