সোনাতলায় ইউসিসিএ লিঃ নির্বাচনের বৈধ প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সোনাতলা উপজেলার ইউসিসিএ লিঃ নির্বাচনের বৈধ প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও সভাপতি, নির্বাচন/১৭ কমিটি সোনাতলা ইউসিসিএ লিঃ মোঃ আলমগীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও প্রধান নির্বাহী কর্মকর্তা, হাসানুজ্জামান, উপজেলা পরিসংখ্যান অফিসার শাফিউল ইসলাম, সহকারী/পরিদর্শক উপজেলা সমবায় কার্যলয়ের মাহবুবুর রহমান স্বাক্ষরিত সোনাতলা ইউসিসিএ লিঃ নির্বাচনের বৈধ প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে সোনাতলা পৌর সভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু আকন্দের বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান, আবুল কালাম আজাদ (পুটু) ও সদস্যপদে ২নং বøকে ইয়াছিন আলী, ৩নং বøকে সোহরাব হোসেন, ৪নং বøকে আব্দুল করিম, ৫নং বøকে ইসমাইল হোসেন, ৬নং বøকে ছামেদ আলীর নাম প্রকাশ করা হয়েছে। সোনাতলা ইউসিসিএ লিঃ এর সভাপতি জানান আগামী ২২-১০-২০১৭ ইং তারিখে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।