সোনাতলায় উপজেলা ছাত্রলীগের সম্মেলনের মনোনয়নপত্র বিতরণ শুরু
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিতব্য সোনাতলা উপজেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে উপজেলা ছাত্রলীগ গতকাল থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে। এ উপলক্ষে সোনাতলায় আওয়ামী পরিবারে এখন সাজ সাজ রব বিরাজ করছে। এবার সম্মেলনের সভাপতি ও সাধারন সম্পাদক গনতান্ত্রিকভাবে নির্বাচনের লক্ষে ওই দুটি পদে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহ করে প্রার্থীরা। মনোনয়নপত্র বিতরনের প্রথম দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পোর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রার্থী ফয়সাল আহম্মেদ প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মানিক সরকার, সাধারন সম্পাদক আলী আজম খান,সাবেক ছাত্রলীগ নেতা সুজন চন্দ্র, মাহফুজার রহমান শিপলু, ছাত্রলীগ নেতা আবু জাফর, সুমন বাপ্পী, এস এম শাফী কলোল, আল মামুন, আব্দুর রাজ্জাক, , রাজু, ছনি ও আব্দুস ছালাম বিদ্যুৎ।