সোনাতলায় উপজেলা পরিষদ নির্বাচনে এ্যাড. মিনহাদুজ্জামান লীটন বিপুল ভোটে জয়ী

আব্দুর রাজ্জাক (স্টাফ রিপোর্টার): দ্বিতীয় ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অ্যাড. মিনহাদুজ্জামান লীটন চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪৮৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপি নেতা জিয়াউল হক লিপন মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৫১২১ ভোট।
পূরুষ ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জাকির টিউবয়েল প্রতীকে ২৯৮১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ নেতা মেজবাউল হক জুলু তালা প্রতীকে পেয়েছেন ২৩৭৯৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী রুম্পা ফুটবল প্রতীকে ৩৮০৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদা আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ৭৭১৭ ভোট। ও রর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জনা খান ভোট পান ৭২০৮ ।