সোনাতলায় এক ভারতীয় নাগরিক গ্রেফতার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:42 PM, 14 October 2017

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শক্রবার সন্ধ্যায় পৌর এলাকার ৮ নং ওয়ার্ড কামারপাড়া গ্রামের বালুয়াহাট গামী পাকা রাস্তা ব্রীজের উপর থেকে ভারতীয় নাগরিক শ্রী প্রমোদ কুমার (২৮), পিতা শ্রী বোসপোদ্দার, সাং মাশিউলী, থানা মাশিউলী, জেলা নবাবগঞ্জ, উত্তর প্রদেশ ভারতকে বিনা পাসপোর্টে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে সোনাতলা থানা পুলিশ এসআই মিনার আলী ও এসআই সোহেল সর্ঙ্গীয় ফোসসহ তাকে গ্রেফতার করেন। বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে ১৯৫২ সালের কন্ট্রোল এন্ড এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারার মামলা হয়েছে। তদন্তকারী এসআই মানিক মিয়া জানান তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আপনার মতামত লিখুন :