সোনাতলায় কয়েলের আগুন থেকে গোয়ালঘর পুরে তিনটি গরু-ছাগলের মৃত্য
সংবাদ আজকাল ডেস্কঃ বগুড়া সোনাতলা উপজেলার মধুপুর -তেকানী চুকাইনগর এলাকার সিমানাবর্ত্তী বালিয়াডাঙ্গা গ্রামের মোজাম্মেল হক এর গোয়াল ঘর অগ্নিকান্ডে পুরে ছাই হয়েছে ও তিনটি গবাদি পশুর মৃত্যু হয়েছে।
এতে একটি গরু ও দুইটি ছাগল মারা যায় এবং একটি গরু পুড়িয়ে জখম হয়েছে।
জানাযায়, মঙ্গলবার রাতে গোয়াল ঘরে রাখা কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এঘটনায় ঐ গৃহস্থের প্রায় তিন লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে সামাজিক যোগাযোগ ফেসবুকে তার ভাতিজা এম মেহেরুল ইসলাম একটি পোস্ট দিয়েছেন।