সোনাতলায় গলায় রশি ঝুলিয়ে এক কিশোরি আত্মহত্যা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া সোনাতলায় পরিবারের লোকজনের উপর
অভিমান করে লাবুনি নামের এক কিশোরি গলায় রশি ঝুলিয়ে গত রবিবার
আত্মহত্যা করেছে। লাবুনি উপজেলার সুজাইতপুর গ্রামের লাবলু’র মেয়ে।
তার মরাহেদ পুলিশের সুরাতহাল তৈরী শেষে গতকাল সোমবার কাফন-দাফন করা
হয়েছে।