সোনাতলায় চক্ষু শিবির অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:42 PM, 14 January 2017

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার সোনাতলা পৌর এলাকার জাহাঙ্গীর আলম গুড ম্যর্নিং কেজি স্কুলে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মিশন হাসপাতাল বগুড়ার পরিচালনায় এবং জাহাঙ্গীর আলম গুড ম্যর্নিং কেজি স্কুল অ্যান্ড নাইট কেয়ার কোচিং সেন্টারের ব্যবস্থাপনায় চক্ষু শিবিরের উদ্বোধন করেন সোনাতলা থানার অফিসার ইন চার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল আজিজ হিরা, মিশন হাসপাতালের ডাঃ মোঃ নজরুল ইসলাম, ডাঃ মোঃ রেজাউল করিম, ডাঃ মোঃ জিল­ুর রহমান, ফিল্ড সুপারভাইজার নুরুল ইসলাম, কেজি স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলাম তারা, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম , মামুনুর রশীদ মামুন, অফিস সহকারী মনিরা আরজু প্রমুখ।

আপনার মতামত লিখুন :