সোনাতলায় ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল শুক্রবার বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৌর অডিটরিয়ামে জাতীয় শোক দিবস পালিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রিপন এর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জেলা পরিষদের সদস্য এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ম্যাডাম খালেদা জিয়া ১৫ আগস্ট আপনার মিথ্যা জন্মদিন পালন বন্ধ করুন। মিথ্যা জন্মদিন পালন বন্ধ না করলে এ জাতি আপনাকে ক্ষমা করবে না। তিনি আরও বলেন, ১৫ আগস্টে যারা বঙ্গবন্ধুকে হত্যা করে জাতিকে কলঙ্কময় করেছিল এ সরকার তাদের ফাঁসি কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করেছে। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাহিদুল বারী খান রব্বানী, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, যুবলীগ সভাপতি ফিদা হাসান খান টিটো, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহনেওয়াজ তালুকদার বাবু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ প্রমূখ।