সোনাতলায় ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:34 PM, 10 February 2016

সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ ধর্ষনের অভিযোগে সোনাতলা সিনিয়র ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফজলুল করিমকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে মাদ্রাসার অভ্যন্তরে একটি কক্ষ থেকে একই প্রতিষ্ঠানের আলিম পরীক্ষার্থীনী এক ছাত্রীসহ ওই অধ্যক্ষকে আপত্তিকর অবস্থায় আটক করে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীসহ স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাওলানা ফজলুল করিমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে ঘটনার শিকার ছাত্রীটি। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান ও থানা অফিসার ইনচার্জ আব্দুল মোতালেব । মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান জানিয়েছেন, জরুরীভাবে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভা আহŸান করা হয়েছে। অভিযুক্ত অধ্যক্ষকে বহিস্কারের পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও তার বিরুদ্ধে যথাযথ আইনানূগ প্রক্রিয়া অব্যাহত থাকবে।এদিকে অধ্যক্ষ ফজলুল করিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মিছিল করেছে মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন :