সোনাতলায় জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার সকালে সোনাতলা ইসলামিক ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, ঈমাম-মোয়াজ্জেমদের অংশগ্রহনে ঈদ পুনর্মিলনী, র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সোনাতলা অফিসের ফিল্ড সুপারভাইজার মুফতি মমতাজ উদ্দীনের সভাপতিত্বে সোনাতলা পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর্জা শাকিলা দিল হাছিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সাধারন সম্পাদক মাহবুবুল আলম বুলু, থানা অফিসার ইনচার্জ আব্দুল মোতালেব। সভায় জঙ্গীবাদ ও সন্ত্রাস মোকাবেলায় আলেম ওলামাসহ সর্বস্তরের জনগনকে সচেতন থাকার আহবান জানান হয়।