সোনাতলায় জমিজমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ আহত ৪ ঃথানায় মামলা গ্রেফতার ২
সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ বুধবার দুপুরে বগুড়া সোনাতলা বালুয়া ইউনিয়নের উত্তর আটকরিয়া গ্রামে জমির সিমানা ভাগবাটোয়ারা পূর্বের জের ধরে প্রতিপক্ষের মারপিটে মা.ছেলে,ছেলের বৌসহ৪ জন আহত হয়েছে। মামলা সূত্রে জানাযায়, দির্ঘদিন থেকে একই এলাকার দুলাল মিয়ার সাথে নাজির হোসেন নাঈমদের জমিজমা সংক্রান্ত বিবাদ চলে আসছিল । এব্যাপারে শামিমা আকতার শুভ জানায় গতকাল বুধবার চন্ডিহারা থেকে তার ছোট ভাই নাঈম ছোট বোনের বাড়ী বগুড়ার চন্ডিহারা থেকে নগদ পঞাশ হাজার টাকা নিয়ে বাড়ী ফিরছিল এসময় তাদের বাড়ী যাওয়ার রাস্তা কেটে মাটি ভরাট করছিল দুলালের লোকজন এসময় তাদের নিষেধ করলে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের রেজাউল ,মোনারুল ,মকবুল,ছমছেল,পিস্তা,মাসুদ,ইসমাইল মমিরুল দুলালের কথায় তাদের উপর হামলা চালায়, এতে নাঈম মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাত্ত জখম প্রাপ্ত হয়ে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলে তার চিৎকার শুনে স্ত্রী টুম্পা,ও মা,নারগিস বেগম এগিয়ে এলে তাদেরকেউ এলাপাতারি মারপিট করে তাদের কাছে থাকা নগদ পঞাশ হাজার টাকা ও তার ছোট ভায়ের স্ত্রী টুম্পার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এসময় বাধাদিতে গিয়ে শুভ মারপিটের শিকার হয়। পরে স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে এদের মধে শুভ প্রাথমিক চিকিৎসা নেয় বলে সে জানায়, আহত অবস্থায় নাঈম (২২),টুম্পা(২০),নারগিস(৪০) চিকিৎসাধিন রয়েছে । এ ঘটনায় বুধবার সন্ধায় শামিমা আকতার শুভ বাদী হয়ে মামলা দায়ের করেন । এরপর রাতেই সোনাতলা থানার এসআই হাফিজ ঘটনাস্থল থেকে মামলায় অভিযুক্ত আসামী পেস্তা মোল্লা (৩৫) ও ছমছেল মোল্লা (৫০)কে গ্রফতার করে। এ ব্যাপারে এসআই হাফিজের সাথে যোগাযোগের করা হলে তিনি আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।