সোনাতলায় জাতীয়করণ কৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত।

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:59 AM, 13 March 2017

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল রবিবার সকাল ১১ টা থেকে বেলা ২টা পর্যন্ত জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নির্বাচন স্থানীয় সবুজ সাথী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জাতীয়কৃত প্রথমিক বিদ্যালয়ের সোনাতলা উপজেলার ৪২ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে ২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন চর মধুপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী উত্তর বাশহাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু ১১ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উত্তর আটকড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী উত্তর সুখান পুকুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান ১৪ ভোট পান। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ্এটিও শামিম হোসেন ও মামুনুর রশিদ প্রমূখ।

আপনার মতামত লিখুন :