সোনাতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গন মাধ্যাম ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:59 PM, 17 July 2019

সংবাদ আজকাল ডেক্সঃ “মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” মৎস্য সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রথম দিনে গনমাধ্যাম ব্যাক্তিদের সাথে সকাল ১০টায় সোনাতলা উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যলয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচির কার্যবিবরনী তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারন কর্মকর্তা বেগম রোকসানা, সোনাতলা প্রেস ক্লাবের সভাপাতি মোশারফ হোসেন মজনু, সাধারণ সম্পাদক নিপুন আনোয়ার কাজল, সাংবাদিক আনোয়ারুল ইসলাম লীটন, লতিফুল ইসলাম,কাজী হাবীব, জাহিনুর ইসলাম, আবু হেলাল, রিমন আহম্মেদ বিকাশ, আব্দুর রাজ্জাক, মিনহাজুল বারী, ফয়সাল, মিনাজুল। অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুর হান্নান, স্থানীয় মৎস্য প্রতিনিধি মোঃ জিয়াউর হক জিয়া, হারুনুর রশীদ প্রমূখ।
মৎস্য সপ্তাহব্যাপী উপলক্ষে থাকছে র‌্যালী,আলোচনা সভা, পোনা মাছ অবমুক্ত করন, প্রচার প্রচারণা, মৎস্য সেক্টরের সরকারের অগ্রগতীর প্রামাণ্য চিত্র, ফরমালিন বিরোধী অভিজান, মোবাইলা কোট পরিচালনা, বিভিন্ন স্কুল কলেজে মাছ চাষ ও আলোচনা সভা ও বির্তক প্রতিযোগীতা, শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

আপনার মতামত লিখুন :